রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন ১০ ইউপি চেয়ারম্যান। আবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ সেপ্টেম্বর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে মাধবপুর থানায় যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তীহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। তাছাড়া বাদী স্থানীয় কোন্দল ও অন্য কারো ব্যক্তিগত আক্রোশ মিটাতে গিয়ে এবং আলাউদ্দিন চেয়ারম্যানের মান-সম্মান ক্ষুন্ন করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে বলে চেয়ারম্যানগণ উল্লেখ করেন। তারা জানান, বহরা ইউনিয়নের দু’বারের চেয়ারম্যান অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আলাউদ্দিন চেয়ারম্যানকে ওই মামলা থেকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন বলে মনে করেন চেয়ারম্যানগণ। আবেদনকারীরা হলেন, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান মোঃ পারভেজ চৌধুরী, আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আলাহাজ্ব আতিকুর রহমান, বুল্লা ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম মামুন, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, জগদিশপুর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মোঃ আলমগীর, বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ, আদাঐর ইউপি চেয়ারম্যান মীর মোঃ খোরশেদ আলম। এদিকে মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সেয়দ মো: শাহজাহান জানান, বহরা ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন দুই মেয়াদে নির্বাচিত একজন জনপ্রিয় চেয়ারম্যান। তিনি নিষ্ঠার সহিত তার দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছেন। তিনি কোন অপকর্মে জড়িত নন।