নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই জি কে ওয়াই আই দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ সফিকুর রহমান অত্র মাদ্রাসার সুপারের সাথে অশোভন আচরণের প্রতিবাদে গতকাল রবিবার সকালে মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি পাঞ্জারাই গুমগুমিয়া গ্রাম প্রদক্ষিন করে মাদ্রাসায় এসে শেষ হয়। জানা যায়, গতকাল নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই জি কে ওয়াই আই দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ সফিকুর রহমান অত্র মাদ্রাসার সুপার মোঃ এবিএম মখলিসুর রহমানকে মাদ্রাসায় আসার পথে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে ক্ষিপ্ত হয়ে সুপারের সাথে অশোভন আচরণ করেন। এ খবর মাদ্রাসায় পৌছলে ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। বিক্ষোদ্ধ ছাত্ররা দফায় দফায় মিছিল করতে থাকে। এসময় বর্তমান কমিটির সভাপতি হাজ্বী মোঃ মফিজ উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারী ছাত্র জনতাকে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলে ছাত্ররা বিক্ষোভ ও অবরোধ স্থগিত করে।