স্টাফ রিপোর্টার ॥ শহরের দানিয়ালপুরে ক্রয়কৃত সম্পত্তি দখলের পায়তারা করছে একটি চক্র। এ ঘটনায় নিল রতন কুরী গতকাল রোববার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, নিল রতন কুরী শহরের দানিয়ালপুরে কিছু জায়গা ক্রয় করেন। সম্পতি একই এলাকার সুকমল কুরী, সুবীর কুরী, সুরঞ্জিত কুরী ও সুমন কুরী তার এ সম্পত্তি জবরদখলে লিপ্ত হয়ে পড়েছেন। মামলায় উল্লেখ করা হয়, প্রতিপক্ষরা তার সম্পত্তি দখল করে অন্যত্র বিক্রি করে দেয়ার পায়তারা করছে। আর এ অবস্থা চলতে থাকলে এলাকায় দাঙ্গা-হাঙ্গামাসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।