স্টাফ রিপোর্টার ॥ ডাকাতি মামলার পলাতক আসামী ফরিদ মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে হবিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ফরিদ মিয়া চুনারুঘাটের হাতুন্ডা গ্রামের ইউসুফ আলীর ছেলে। গতকাল দুপুর ১টার দিকে শহরের বৃন্দাবন কলেজের সামনের রাস্তা থেকে হবিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।