নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামে সরকারী টেষ্ঠ টিউবওয়েল কাজে বাধা এবং স্থানীয় কাউন্সিলর যুবরাজ গোপের সাথে অসৌজন্য মূলক আচরন করার ঘটনায় গতকাল রবিবার সকালে পৌর পরিষদের মাসিক সভায় নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। এবং লেচু মিয়াসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়েছে।
পৌরসভা অফিস সুত্র জানায়, নবীগঞ্জ পৌর সভার নাগরিকদের পানি সরবরাহের সুবিধার্থে সরকার ওয়াটার সাপ্লাইর কাজ এর অংশ হিসেবে পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক এবং স্থানীয় জনতার দাবীর প্রেক্ষিতে গত শুক্রবার সকালে টেষ্ঠ টিউবওয়েল’র কাজ শুরু করলে কতিপয় লোক বাধা প্রদান করেন। এ নিয়ে ওই দিন রাতে গ্রামবাসী বসলে কিছু মহলের ইন্ধনে কানাইপুর গ্রামের লেচু মিয়া উক্ত মিটিংয়ে প্রবেশ করে স্থানীয় ওয়ার্র্ড কাউন্সিলর যুবরাজ গোপ’র সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। এ ঘটনার পর পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। ঘটনাটি পৌর পরিষদের নজরে আসলে গতকাল রবিবার সকালে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পরিষদের মাসিক সভায় ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, শাহ রিজভী আহমদ খালেদ, মোঃ আলা উদ্দিন, এটিএম সালাম, যুবরাজ গোপ, মিজানুর রহমান, সুন্দর আলী, সন্তোষ দাশ, সংরক্ষিত কাউন্সিলর যুতিকা রানী দাশ, জাকিয়া আক্তার লাকী, রেখা রানী আর্চায্য, পৌর সভার নিবার্হী প্রকৌশলী সুজিত বড়–য়া, সচিব নুরে আলম সিদ্দীকিসহ অন্যান্য কর্মকর্তা-কর্র্মচারীবন্দ।