আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৭৫ লাখ টাকা লুন্ঠনের ঘটনা নিয়ে তোলপাড় চলছে। হবিগঞ্জ পৌরসভার উমেদনগর গ্রামের শাহীন নামে এক ব্যক্তি ব্রিফকেস ভর্তি ৭৫ লাখ টাকা কুড়িয়ে পেয়ে নবীগঞ্জের বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামের শ্বশুর আব্দুল হান্নান (রাজ্জাক মিয়া) মিয়ার ঘরে গর্ত করে ওই পরিমাণ টাকা লুকিয়ে রেখেছিল। কিন্তু টাকাগুলি ওই এলাকার কতিপয় ব্যক্তি রাতে গর্ত থেকে লুট করে নিয়ে গেছে।
শাহীনের সাথে মোবাইলে আলাপ করে জানা গেছে-কয়েকদিন আগে সে বুল্লা এলাকার একটি চা স্টলে একটি ব্রিফকেস পায়। এতে ৭৫ লাখ টাকা ছিল। টাকার ব্যাগটি সে হবিগঞ্জ শহরে বোনের বাসায় নিয়ে আসে। এরপর ১লাখ টাকা নিয়ে সে খরচ করে ফেলে। তার বোনও কিছু টাকা দাবী করে। এতে শাহীন তার বোনকে টাকা দিবে বলে আশ্বাসও দেয়। ১৭ দিন পর শাহীন টাকার ব্যাগ নিয়ে একটি সিএনজিযোগে নবীগঞ্জের গহরপুর গ্রামে শ্বশুর বাড়ি নিয়ে যায়। যে সিএনজিযোগে যাচ্ছিল ওই সিএনজি চালকের নাম বদর মিয়া। তার বাড়িও গহরপুর গ্রামে। ব্রিফকেসে টাকা রয়েছে তা বুঝতে পেরে শাহীনের কাছে সিএনজি চালক বদর মিয়া ৫ লাখ টাকা দাবী করে। এসময় শাহীন পরে টাকা দিবে বলে বদরকে আশ্বাস দেয়। এদিকে বদর মিয়া এ বিষয়টি নিয়ে শাহীনের মামা শ্বশুর গহরপুর গ্রামের আলাল মিয়ার সাথে আলাপ করে। আলাল মিয়া আরো কয়েকজনকে নিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আব্দুল হান্নানের বাড়িতে হানা দেয়। তারা যে গর্তে টাকার ব্যাগ রাখা হয়েছিল ওই গর্ত থেকে ব্যাগটি নিয়ে আসে। পরে টাকাগলো ভাগবাটোয়ারা হয়। নবীগঞ্জের স্থানীয় কিছু ক্ষমতাধর ব্যক্তিও টাকার ভাগ পেয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে নবীগঞ্জে তোলপাড় চলছে।