স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ মৌলভী বাজার সিমান্তে ইমাম চা বাগানে গলায় উড়না পেচিয়ে খালেদা বেগম (২৫) নামের এক মহিলা আত্মহত্যা করেছে।
জানা যায়, গতকাল দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বভান চাতল গ্রামের জাবেদ আলীর স্ত্রী লাকড়ি কুড়াতে যায় ইমাম বাঐ চা বাগানে। দুপুর সাড়ে ১২টায় চা বাগানে কর্মরত কর্মচারীরা খালেদাকে বাগানের একটি গাছের ডালে জুলন্ত দেখে গোপলার বাজার তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ আরিফ উল্লাহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছেঁ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।