এক্সপ্রেস ডেস্ক ॥ দক্ষিণ থাইল্যান্ডে একটি চক্র রয়েছে যারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশীদের বিভিন্ন খামারে ও মাছধরার ব্যবসায় ক্রীতদাসের মতো কাজ করাচ্ছে। গত এক সপ্তাহে এমন ১৩০ জন বাংলাদেশীকে উদ্ধার করেছে সেখানকরা কর্তৃপক্ষ। খবর বিবিসি’র। সংবাদ মাধ্যমটি জানায়, থাইল্যান্ডে এমন একটি জায়গা রয়েছে যেখানে অন্তত ১৩০ জন বাংলাদেশী পুরুষকে উন্নত চাকরির লোভ দেখিয়ে নিয়ে আসা হয়েছে। এরা সবাই মানব পাচারের শিকার।
বাংলাদেশ ছাড়ার পর তাদেরকে ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে নৌকায় করে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। ওই নৌকায় প্রায় ৩০০ বন্দী ছিল।
এর পর তাদেরকে থাইল্যান্ডের উপকুলে জঙ্গলের মধ্যে লুকানো কিছু ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, এবং দাস-শ্রমিক হিসেবে বিক্রি করে দেয়া হয়।
এদের মধ্যে উদ্ধার হওয়া আবদুর রহিম নামের একজন বাংলাদেশী বলছিলেন, তাদের জঙ্গলে নিয়ে রাখা হয়েছিল, কোন খাবার দেয়া হয় নি। ১০ দিন তারা শুধু পাতা খেয়ে বেঁচে ছিলেন। তিনি বলেন, থাই দালালরা তাকে এমন মারধর করেছে যে এখনো তিনি খুড়িয়ে হাঁটেন। সম্ভবত এদের ক্ষেত-খামারে বা মাছধরার নৌকায় দাসশ্রমিক হিসেবে কাজ করানো হয়। তিন সপ্তাহ বন্দী থাকার পর স্থানীয় জেলা প্রশাসনের একজন কর্মকর্তা- যিনি মানবপাচার রোধের জন্য কাজ করছেন তিনি তাদের উদ্ধার করেন। তবে অন্য আরো ৬০ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের বিক্রি করে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।