নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব শত্র“তার জের ধরে মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল (৫৫) আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। আহত মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল এর বাড়ি আউশকান্দি ইউনিয়নের আমতৈল গ্রামে। মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল জানান, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির জিয়াউর রহমান গংদের সাথে তার বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে তিনি একই গ্রামের লন্ডন প্রবাসী আজিজুর রহমানের মা’কে দেখতে যান। সেখান থেকে রাত প্রায় ১০ টার দিকে নিজবাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জিয়াউর ও রতনসহ আরো কয়েকজন তার উপর হামলা চালায়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল বলেন, তারা আমাকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল। স্থানীয় লোকজন ছুটে না আসলে আমার মৃত্যু নিশ্চিত ছিল। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।