নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার জাতীয় পার্টির প্রতিষ্টাতা সদস্য মরহুম আজিজুল খান স্মরনে গতকাল শনিবার বিকেলে দেবপাড়া ইউনিয়নের স্থানীয় সারং বাজারে জাতীয় পার্টির উদ্যেগে শোক সভা অনুষ্টিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দাল খানের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্দু পরিষদের সাধারন সম্পাদক রঞ্জু দেবের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মুনসুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক স্বপন চৌধুরী।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি মাষ্টার আব্দুর রকিব, সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, জাপা নেতা মাষ্টার নজরুল ইসলাম, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), সাংগঠনিক সম্পাদক মির্জা হুসাইন আহমদ হামজা, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর চৌধুরী এহিয়া, আওয়ামীলীগ নেতা বিপুল কান্তি ধর, ছানু মিয়া, মাহমুদ কোরেশি, জাপা নেতা মুতাহির মিয়া, আজমান আলী, আলমগীর খান, মুস্তাক আহমদ, খলিলুর রহমান, হাফিজ আহমদ খান, মাহবুব আহমদ, জাকির হোসের, মিলাদ মিয়া, আব্দুল মালিক খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, মরহুম আজিজুল খান জাতীয় পার্টির প্রতিষ্টা লগ্ম থেকে পল্লী বন্ধু এরশাদের পরীক্ষিত সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।