প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাক বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম এর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ ও চুনারুঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর মৃত্যুতে বানিয়াচঙ্গ উপজেলার খাগাউড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। গতকাল খাগাউড়া বাজারে ইউনিয়ন যুবদল সভাপতি সুফি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল আমিন এর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদল সভাপতি শেখ আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন আমিরুল ইসলাম আখনজী, মতিউর রহমান মতি। সভায় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, মিলন খাঁন, নুরুল হক চৌধুরী শাহজাহান মিয়া, আরব আলী, সেবিজুর, আতাউর রহমান, এনামুল হক, সিরাজ মিয়া, রমজান মিয়া, ইজাজা, মন্নাফ মিয়া, আশিকুর রহমান প্রমুখ। সভায় অধ্যাপক পিয়াস করিম এর মৃত্যুতে কাল ব্যাচ ধারণ করেন এবং চুনারুঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।