স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর নির্বাচনী প্রচারনায় কাজী কামরুল-আতাউর রহমান সেলিম প্যানেলের পক্ষে গতকাল মাঠে নামেন বিগত সময়ে চেম্বারের দায়িত্ব পালনকারী সফল দুই সাবেক সভাপতি আলহাজ্ব এম এ রহমান আফজল ও আলহাজ্ব তকাম্মুল হোসেন কামাল। এ সময় তাদের সঙ্গে চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন- মুশফিকুর রহমান চৌধুরী, ব্যাকসের সাবেক সভাপতি আলাউদ্দিন, হাজী এনামুল হক, মোঃ ইসমাঈল হোসেন, চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহমান, মটর মালিক গ্র“পের সাধারন সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ কাদির শামছু, তজম্মুল হোসেন চৌধুরী, এমদাদুর রহমান বাবুল, নুরুজ্জামান চৌধুরী, ইসলাম তরফদার তনু, বিএনপি নেতা হাজী এনামুল হক, মোঃ আতাউর রহমান, মহিউদ্দিন মফিজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, মোতাহের হোসেন রিজু, আব্দুল হান্নান, আব্দুল মহিদ, মোঃ কামাল উদ্দিন, শাহজাহান কবির, মোঃ আব্দুর রহমান, ফরিদ মিয়া, কাজী কামরুল আহমেদ, আতাউর রহমান সেলিম, আজিজুর রহমান কাজল, আলাউদ্দিন তালুতদার, জহিরুল আলম, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শাহ মোঃ আরজু মিয়া প্রমুখ।
এ সময় তাদের সাথে নির্বাচনে প্রার্থী কাজী কামরুল আহমেদ, মিজানুর রহমান শামীম, ডাঃ আহমুদুর রহমান আবদাল, আব্দুর রহমান, মশিউর রহমান শামীম, আতাউর রহমান সেলিম, মোঃ শাহজাহান, শাহ মোঃ আরজু, জহিরুল আলম, আব্দুল কাইয়ূম জুয়েল, শেখ উম্মেদ আলী শামীম, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ উপস্থিত ছিলেন।
গতকাল দুপুরে শহরের পুরান মুন্সেফী রোড থেকে নেতৃবৃন্দ গণসংযোগ শুরু করে বানিজ্যিক এলাকা, ডাকঘর এলাকা, চৌধুরী বাজার, কাচা মাল হাটা, নতুন খোয়াই মুখ, পুরাতন খোয়াই মুখ, পুরান বাজার, বগলাবাজার, খাদ্য গোদাম রোড, ঘাটিয়া বাজার, পোষ্ট অফিস ক্রম রোড, রামকৃষ্ণমিশন রোডে নির্বাচনী প্রচারণা চালানো হয়।