স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মোঃ ইলিয়াছের পুরান বাজারস্থ দিগন্ত বাস কাউন্টারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কাউন্টার থেকে ষ্টিল আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা ও বাসের বিভিন্ন ধরনের গুরুত্ব পূর্ণ কাগজ নিয়ে যায়। জানা যায়, শহরের পুরান বাজার এলাকাস্থ দিগন্ত বাস কাউন্টার প্রতিদিনের মতো গত বুধবার রাতে তালা বদ্ধ করে চলে যান। রাতের কোন এক সময় কে বা কারা কাউন্টারের পেছনের দিকের ব্যান্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরে রক্ষিত স্টিল আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও বাসের বিভিন্ন ধরনের গুরুত্ব পূর্ণ কাগজ নিয়ে পেছনের দরজা দিয়ে চলে যায়। গতকাল সকালে কাউন্টার খুলে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন।