শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১ মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ আহত ২০ খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ পরিবেশ নষ্ট নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত ॥ ভাংচুর হবিগঞ্জে শিল্পবর্জ্য দূষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার ঢাকায় পুলিশের গুলিতে নিহত নবীগঞ্জের আজমতের পরিবারে এখনও কান্না থামছে না আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মান্দারকান্দি সড়কটি বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী’র নামে নামকরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪
  • ৪৭১ বা পড়া হয়েছে

সিরাজুল ইসলাম জীবন ॥ নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি সড়কটি বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী’র নামে নামকরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী সড়ক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ‘শুভ উদ্বোধন ও আলোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম ও নবীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ জাপার সভাপতি ডাঃ আবুল খায়ের, নবীগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ জাপা সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, এলজিইডি নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সৈয়দুর রহমান, নবীগঞ্জ থানা ইনচার্জ লিয়াকত আলী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এমদাদুল হক চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, শাহ ফজর আলী ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শাহ ফজর আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য যুক্তরাজ্য প্রবাসী শাহ জুলফিকার আলী ভুট্টু ও উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুনিম বাবু এমপি বলেন শাহ ফজর আলী দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন তা এ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। সুর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি অমর করে রাখতে তাদের নামে সড়ক নামকরণ করা হচ্ছে। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন মুক্তিযোদ্ধার নামে মান্দারকান্দি সড়কের নামকরন করায় আগামী প্রজন্ম তাদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে। শাহ ফজর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলীর পূত্র শাহ শহীদ আলী তার বাবাকে সম্মান প্রদর্শন করায় যুক্তরাজ্য হতে বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাথে সাথে তিনি এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন শাহ ফজর আলী ফাউন্ডেশন অতীতের মতো ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com