আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ অপরাধ নিয়নন্ত্রে যথাযত দায়িত্ব পালন করায় মাসিক (পারফরমেন্স পদক) জেলা পুলিশ পদক পেলেন হবিগঞ্জ পুলিশের ৩ এস আই ও ৩ এ এস আই। পদকপ্রাপ্তরা হলেন, বাহুবল থানার উপ-পরিদর্শক (এস আই) মো খাইরুজ্জামান আহমেদ, বানিয়াচুং থানার উপ-পরিদর্শক ধর্মজিৎ সিংহ, নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারি পরিদর্শকরা (এএসআই) হলেন, মোঃ শাহীন মিয়া চুনারুঘাট থানা, শাহেদ হোসেন মাধবপুর থানা ও মোঃ কবির হোসেন চুনারুঘাট থানা। গতকাল হবিগঞ্জ পুলিশ অফিসে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় এই পদক দেয়া হয়। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার দক্ষিণ সাজ্জাদ রায়হান, সহকারি পুলিশ সুপার উত্তর নাজমুল ইসলাম, সহকারি পুলিশ সুপার হেড কোয়াটার মাসুদুর রহমান মনির, হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন, মাধবপুর থানার ওসি মোঃ আব্দুল বাছেদ, বানিয়াচুং থানার ওসি লিয়াকত আলী, শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক, চুনারুঘাট থানার অমূল্য কুমার চৌধুরী, বাহুবল মোক্তাদির হোসেন, সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ। সভা শেষে সেপ্টেম্বর মাসে অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার, পলাতক আসামী গ্রেফতার, মামলা নিস্পত্তিসহ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে যথাযত দ্বায়িত্ব পালনে বিশেষ ভুমিকা রাখায় তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেষ্ঠ প্রদান করা হয়।