মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলকার আনমুনু গ্রামের সামনে শাখাবরাক নদীর উপর একটি বাশের সাকো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জরাজীর্ণ বাশের নির্মিত এই সাকোটির উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে ৫ গ্রামের লোকজনকে। নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড আনমুন গ্রাম ঘেষে শাখবারক নদীটি অবস্থিত। কোন ব্রিজ না থাকায় আনমুনু, শিবপাশা, নোয়পাড়া ও জয়নগরসহ এলাকার লোকজনের চলাচলের একমাত্র ভরসা হচ্ছে সাকোটি। কিন্তু জরাজীর্ণ হয়ে যাওয়ায় যে কোন সময় দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।