প্রেস বিজ্ঞপ্তি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জেলা জমিয়ত কনফারেন্স এ নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাধীনতা সাবভৌমত্ব এবং ধমীয় তাহযিব তামাদ্দুন হুমকির সম্মুখিন। সম্প্রতি সরকারের একজন মন্ত্রী প্রকাশ্যে মহানবী (সাঃ), পবিত্র হজ্ব ও তাবলীগ জামাতের বিরুদ্ধে কটুক্তি করে ধর্মপ্রাণ মুসলমানদের কলিজায় আগুণ জালিয়েদিয়েছে। এই আগুন সহজে নেভানো যাবেনা। তারা বলেন, লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করে ফাসিঁ দিতে হবে। সে যদি বাংলাদেশে প্রবেশ করে সেদিন থেকেই গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। দেশে প্রবেশের সাথে সাথে গ্রেফতার করানা হলে লাগাতার হরতাল চলবে।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ টা র্পযন্ত হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কনফারেনসে সভাপতিত্ব করেন-জেলা জমিয়তের সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি।
আলহাজ্ব ক্বারী ফরিদ উল্লাহ ও মাওলানা আব্দুল মালিক চেীধুরীর, মাওলানা সিদ্দিকুর রহমান ও মাওলানা এখলাছুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাওঃ মোস্তফা আজাদ, সিনিয়র সহসভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, সহ-সভাপতি মাওঃ আব্দুর রব ইউসুফি, মাওঃ জুনায়েদ আল হাবিব, মহাসচিব সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস, যুগ্ম মহাসচিব মাওঃ বাহাউদ্দীন যাকারিয়া, সাবেক এমপি মাওঃ শাহীনূর পাশা চৌধুরী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওঃ শুয়াইব আহমদ, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গৌছ, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওঃ গোলাম মুহিউদ্দীন ইকরাম, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, ছাত্র জমিয়ত ব্ংালাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওমর ফারুক, শায়খুল হাদীস আব্দুস শহিদ গলমুকাপনী, সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওঃ সৈয়দ শামিম আহমদ, জেলা জমিয়তের সহকারী সেক্রেটারী মাওঃ জয়নুল আবেদীন, মাওঃ রুহুল আমিন নগরী, মাওঃ তোফায়েল ওসমানি, মাওঃ আক্তারুজ্জামান, মাওঃ আশিকুর রহমান, আব্দুল করিম আজহার, জেলা ছাত্রজমিয়ত সভাপতি হাফেজ তাফহিমূল হক, সিনিয়র-সহ সভাপতি মুফ্তি মুশতাক আহমদ ফুরকানি, বিশিষ্ট ওয়েজ মাওঃ আয়ুব বিন সিদ্দিক, বানিয়াচং আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওঃ মুবাশ্বির আহমদ, মাওঃ আব্দুল জলিল ইউসুফি, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওঃ মাসরুর আহমদ, মাওঃ নুরুল ইসলাম, মাওঃ শাহজাহান, মাওঃ এমদাদুল হক চুনারুঘাট, মাওঃ ইকবাল হোসাইন, মুফতি আহমদ আলী, মাওঃ আলী আহমদ, মাওঃ শামসুদ্দিন বাহুবল, মাওঃ মুতাহের হোসেন চুনারুঘাট, মাওঃ আব্দুল হাই, মাওঃ মুনতাসির আলম সোহান, মাওঃ রুহুল আমিন, মাওঃ ফখরুল ইসলাম, আশিকুর রহমান, ওয়াসিক বিল্লাহ, হোসাইন আহমদ খাঁন ত্বাহা, হাঃ শফিকুল ইসলাম, তাওহিদ সাইদুর রহমান, নাজমুল ইসলাম সাদিক, আমজাদ হোসেন, আব্দুল করিম দিলদার, শামছুল ইসলাম নূরি (মেম্বার), হাফিজ ইদ্রীস, যুবাইর আহমদ, আদনান আহমদ, সংগীত পরিবেশন করেন, হাফিজ আব্দুল করিম দিলদার, জাকারিয়া আহমদ, আব্দুল্লাহ আল মামুন।