প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্ব খাদ্য দিবসে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা শেষে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন কৃষি বিভাগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান এর পরিচালনায় পারিবারিক কৃষি: প্রকৃতির সুরক্ষা, সবার জন্য খাদ্য বিষয়ে বক্তৃতা করেন সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সুপার মোঃ বশির উদ্দিন আহমদ, বানিয়াচং এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুছ ছামাদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, টিসি বুলবুল ধর, আইটি বিশেষজ্ঞ মোঃ আনছার আলী প্রমুখ। সভার সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন খাদ্য চাহিদা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পারিবারিক খামার স্থাপনে নারী পুরুষকে এগিয়ে আসার আহবান জানান।