নবীগঞ্জে গোপেন্দ্র হত্যাকান্ড ॥
৩৯ জনকে আসামী করে মামলা
আরো ৪ জন গ্রেফতার
কিবরিয়া চৌধুরী/আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিল দখল নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ ও হামলায় গোপেন্দ্র সরকার (৫৫) নিহত হওয়ার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী শেফালি সরকার বাদী হয়ে ৩৯ জনকে আসামী করে হত্যা মামলাটি দায়ের করেছেন।
গতকাল নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আরো ৪জনকে গ্রেফতার করেছে। এরা হল-মিজানুর রহমান (৩০), ফয়জুর রহমান (৩৫), সমসু মিয়ার পুত্র মোশারফ (২৮) ও মৃত হরমন দাশের পুত্র সোনা মনি দাশ (৬৫)। এনিয়ে মোট ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর পরই হামলাকারী ও হত্যাকারীরা গা-ঢাকা দেয়। গ্রেফতার এড়াতে দৌলতপুর গ্রাম পুরুষশুন্য হয়ে পড়েছে।
অপরদিকে বানিপাতা গ্রামবাসীর মধ্যেও অজানা আতংক বিরাজ করছে। বর্তমানে পুলিশের নজরদারীর কারণে কিছুটা স্বস্তিতে থাকলেও পরবর্তী পরিস্থিতি নিয়ে গ্রামবাসী আতংকে রয়েছে।
গত সোমবার দীঘলবাক ইউনিয়নের বানিপাতা ও পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামবাসীর মধ্যে হামলা সংঘর্ষ ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটে। এতে বানিপাতা গ্রামের গোপেন্দ্র সরকার নামে এক ব্যক্তিকে ঘরে ঢুকে দৌলতপুর গ্রামের প্রতিপক্ষের লোকজন উপর্যুপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে গোপেন্দ্র সরকার নিহত হন। এছাড়া প্রতিপক্ষের আক্রমনে আহত হয় শিপন সরকার (২৫), অনিল সরকার (৫০), গোপাল সরকার (২২), মায়া রানী সরকার ও স্বরজিনি সরকার (৭০)। তাদেরকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম ও নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে দৌলতপুর গ্রামের আরশ আলী (৩০), জিয়াউর রহমান (৩২) ও মোশাররফ হোসেন (২৮)কে গ্রেফতার করে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।