স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে। তাদেরকে মুমুর্ষ অবস্থায় সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়করে মীরপুর এলাকার বশিনা গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন-সিলেটের খাদিমনগর এলাকার মাইক্রোবাস চালক রোমান মিয়া (৩০) ও যাত্রী এনায়েতপুর গ্রামের আবেদ মিয়া (২৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-মাইক্রোবাসটি ঢাকার দিকে যাওয়ার সময় বশিনা গ্রামের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষে মাইক্রোবসাটি ধুমড়েমুছড়ে যায়। এতে উল্লেখিত দুইজন আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় সিলেট মেডিকেলে প্রেরণ করে।