নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে ঋণ দিচ্ছেন। যার ফলে দেশের বেকার সমস্যা দূর হচ্ছে।
তিনি বলেন, আপনাদের পাশে সব সময় রয়েছি। আপনারা ঘরে বসে থাকবেন না। কর্মস্থলে গিয়ে চেষ্টা করে উৎপাদন করুন। তাতে করে যেমন নিজেরা লাভবান হবেন তেমনি দেশও উপকৃত হবে। তিনি সোমবার বাহুবল উপজেলার মৌউরি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করণ প্রকল্পের আওতায় সনদপত্র বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলে।
হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক হারুনুর রশিদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।