আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ হবিগঞ্জ জেলা ব্যাপি পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত অভিযানের প্রথম দিনে ৪৭ জনকে গ্রেফতার করেছে ৯টি থানার পুলিশ। গ্রেফতার করা আসামীদের মধ্যে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩৭ জন এবং নিয়মিত মামলার ১০ জন। এছাড়া ১০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে-হবিগঞ্জ সদর থানা পুলিশ ৪ জনকে, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ১ জনকে, নবীগঞ্জ থানা পুলিশ ৯ জনকে, মাধবপুর থানা পুলিশ ৬ জনকে, বানিয়াচং থানা পুলিশ ৩ জনকে, আজমিরীগঞ্জ থানা পুলিশ ১ জনকে, লাখাই থানা পুলিশ ১ জনকে, চুনারুঘাট থানা পুলিশ ১৫ এবং বাহুবল থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) মাসুদুর রহমান মনির জানান-রোববার থেকে হবিগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। আগামী এক সপ্তাহ চলবে। প্রয়োজনে অভিযান আরো এক-দুইদিন বাড়ানো হতে পারে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা, ধর্ষণ, ছিনতাই ও মাদক মামলার আসামী রয়েছে।