নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামে চুরির মামলায় হামিদ মিয়া (২৪) নামক এক ব্যক্তি গ্রেফতার করায় বিবাদীর লোকজন বাদী ইসলাম উদ্দিনের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাটের ঘটনা সংঘঠিত হয়েছে। এ সময় কমপে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১০ অক্টোবর শুক্রবার রাতে।
এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা যায়, ইমামবাঐ গ্রামের ইসলাম উদ্দিন কোরবানির চামড়া খরিদ করে বিক্রী করার জন্য বাড়িতে রাখলে গত ৮ অক্টোবর গভীর রাতে এলাকার চিহ্নিত চোর,মাদকসেবী ও বহু অপকমের হোতা একই গ্রামের আব্দুর রহিম, আব্দুল আজিদ, শাহীন ও হামিদ মিয়া প্রায় ৩৫টি চামড়া চুরি করে নিয়ে যায়। যার মুল্য প্রায় ৮০ হাজার টাকা। উক্ত চুরির ঘটনায় পরদিন রাতে গ্রামে একটি শালিস বৈঠক বসলে চোরের দল শালিসে উপস্থিত না হয়ে নানা হুমকী প্রদর্শন করে। এক পর্যায়ে শালিসে উপস্থিত স্থানীয় ওয়ার্ড মেম্বারসহ কয়েক শতাধিক লোক লিখিত দিয়ে চোরের দলের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। পরে ইসলাম উদ্দিন বাদী হয়ে এদের বিরুদ্ধে থানায় মামলা দিলে পুলিশ গেল শুক্রবার রাতে চুরির অভিযোগে হামিদ মিয়াকে গ্রেফতার করে। এ খবরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ইসলাম উদ্দিনের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় এবং বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে কমপক্ষে ৭৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। হামলায় গুরুতর আহত রাইব উদ্দিন (৩৫), শায়েস্তা মিয়া (৫৫) ও দুরুদ মিয়া (৩২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ইসলাম উদ্দিন বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। এলাকাবাসী জানান, আব্দুর রহিমগংরা এলাকার চিহ্নিত চোর ও দাঙ্গাবাজ বলে পরিচিত।