রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামে রোববার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ৩ সন্তানের জননীর উপর এসিড নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। এতে গৃহবধুর শরীরের পেছনের কিছু অংশ ঝলসে গেছে। গুরুত্বর আহত আছমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আছমার ভাই আশরাফ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়-উপজেলার বহরা ইউনিয়নের রৌশন আলী খাদেম ও বহরা ইউনিয়নের সদস্য ছিদ্দিক আলী সৎ ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে রৌশন আলীর ছেলে মারফত আলীর স্ত্রী ৩ সন্তানের জননী আছমা আক্তার মিনারা রোববার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ছিদ্দিক আলীর ছেলে লিটন মিয়া তার উপর এসিড নিক্ষেপ করে। গুরুতর অবস্থায় মিনারাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য ছিদ্দিক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন তাদের সঙ্গে আমাদের জমি জামা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। আমাদেরকে ফাঁসাতে তারা এই ঘটনা সাজিয়েছে। একটি বিশ্বস্থ সূত্র জানায়-এসিড নিক্ষেপের ঘটনাটি সাজানো। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান-ঘটনাটি তদন্ত করার জন্য তাৎক্ষনিক ভাবে ওসি তদন্তকে পাঠানো হয়েছিল। যতটুকু জানতে পেরেছি বিষয়টি রহস্যঘেরা। ওসি তদন্ত কে এম আজমীরুজামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন-আছমার শশুর বাড়ীর লোকজন বিষয়টি তাদের পারিবারিক বলে জানায়। তবু প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।