শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

মাধবপুরে ৩ সন্তানের জননীকে এসিড নিক্ষেপের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
  • ৪৩১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামে রোববার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ৩ সন্তানের জননীর উপর এসিড নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। এতে গৃহবধুর শরীরের পেছনের কিছু অংশ ঝলসে গেছে। গুরুত্বর আহত আছমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আছমার ভাই আশরাফ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়-উপজেলার বহরা ইউনিয়নের রৌশন আলী খাদেম ও বহরা ইউনিয়নের সদস্য ছিদ্দিক আলী সৎ ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে রৌশন আলীর ছেলে মারফত আলীর স্ত্রী ৩ সন্তানের জননী আছমা আক্তার মিনারা রোববার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ছিদ্দিক আলীর ছেলে লিটন মিয়া তার উপর এসিড নিক্ষেপ করে। গুরুতর অবস্থায় মিনারাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য ছিদ্দিক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন তাদের সঙ্গে আমাদের জমি জামা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। আমাদেরকে ফাঁসাতে তারা এই ঘটনা সাজিয়েছে। একটি বিশ্বস্থ সূত্র জানায়-এসিড নিক্ষেপের ঘটনাটি সাজানো। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান-ঘটনাটি তদন্ত করার জন্য তাৎক্ষনিক ভাবে ওসি তদন্তকে পাঠানো হয়েছিল। যতটুকু জানতে পেরেছি বিষয়টি রহস্যঘেরা। ওসি তদন্ত কে এম আজমীরুজামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন-আছমার শশুর বাড়ীর লোকজন বিষয়টি তাদের পারিবারিক বলে জানায়। তবু প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com