নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল সোমবার সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৪ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্টিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান জাসদ সভাপতি আব্দুর রউপ, জাপা সভাপতি শাহ আবুল খয়ের, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী আমিনুর রহমান সুমন প্রমুখ।