নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতবাদ গ্রামে মা মেয়ে টাকার লেন দেন নিয়ে ঝগড়ায় অনন্ত ১০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ৭ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানাযায়, উল্লেখিত গ্রামের আঞ্জব উল্লার কন্যা রোশনা বেগম নেবালন থাকা অবস্থায় তার মা আরফুল বেগমের নিকট ১ লাখ ৫০ হাজার টাকা পাঠান। গত দু মাস পূর্বে রোশনা বেগম একবারে দেশে এসে তার মার নিকট টাকা খুজলে তার মা তা দিতে অস্বীকার করেন।
গতকাল সোমবার সকালে ওই টাকা চাওয়াকে কেন্দ্র মা মেয়ের ঝগড়ায় অনন্ত ১০ জন আহত হয়। আহতের মধ্যে রোশনা বেগম (২৮), মহিউদ্দিন (১৪), আঃ বশির (৩৫), আঃ আহাদ (৬৫), আরফুল বেগম (৪০), ও শাহেদ (৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।