অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান এমপি’র যুক্তরাজ্য সফর উপলক্ষে প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে তাকে বিপুল সংবধর্না দেয়া হয়। গত ১৯ অক্টোবর দুপুরে সেন্ট্রাল লন্ডনের ঐতিহ্যবাহী চাটনী রেস্তোরাঁয় বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য সফররত রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, ইয়ুথ এসোসিয়েশন অব হবিগঞ্জ ইউকে’র প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা নুর উদ্দিন চৌধুরী বুলবুল, বিশিষ্ট সাংবাদিক গবেষক লন্ডন বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন ইকু।
সভায় নাজমুল হাসান এমপি বলেন, বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়নে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। সংবর্ধনা দিয়ে সম্মানিত করায় তিনি হবিগঞ্জবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হবিগঞ্জের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে যা যা করণীয় তার উদ্যোগ নেয়া হবে। মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান এমপি বলেন, যদিও আমার জন্ম পার্শ্ববর্তী জেলায় তারপরও হবিগঞ্জবাসী এ সংবর্ধনা দেয়ার মাধ্যমে আমাকে তাদের একান্ত আপন করে নিলেন। আমি হবিগঞ্জ প্রবাসী তথা হবিগঞ্জবাসীর কাছে ঋণী হয়ে রইলাম। তিনি শীঘ্রই হবিগঞ্জ সফর করবেন বলেও জানান।
এডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক শাকিল, হবিগঞ্জ এসোসিয়েশানের সাধারণ সম্পাদক হিফজুর রহমান, ইয়ুথ এসোসিয়েশন অব হবিগঞ্জ ইউকে’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা জাকারিয়া ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী গাজিউর রহমান, জালাল উদ্দিন, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা সুশান্ত দাশগুপ্ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এককালের তুখোড় খেলোয়াড় চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, বাকিং এন্ড দেগেনহাম এর কাউন্সিলর হবিগঞ্জের কৃতি সন্তান সৈয়দ এনাম আহমেদ উজ্জল, লন্ডন আওয়ামী লীগ নেতা সফিক আহমেদ, নজরুল ইসলাম আকিব, ইউকে যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক সংগঠক অলিউর রহমান অলি, হবিগঞ্জ এসোসিয়েশানের সাংগঠনিক সম্পাদক আসাবুর রহমান জীবন, ইউকে যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া, সাবেক ছাত্রনেতা অজিত লাল দাস, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম হেলাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাসীর মিয়া, ফিরোজ মিয়া, এস এম কামাল, মোঃ আব্দুল আজিজ, ইউকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তামীম আহমেদ, আক্তারুজ্জামান জাকির, শাহ ফয়েজুর রহমান ফয়েজ, গোলাম কিবরিয়া, সৈয়দ এহসান, শিপলু, মাওলানা মুসা প্রমূখ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা শামীম চৌধুরী।
সভার শুরুতে নাজমুল হাসান এমপিকে ফুল দিয়ে বরণ করেন যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জবাসী। এছাড়া প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছো জানান হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, ইয়ুথ এসোসিয়েশান অব হবিগঞ্জ ইউকে’র প্রেসিডেন্ট নুর উদ্দিন চৌধুরী বুলবুল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক শাকিলের কন্যা তেহজীব স্লুতানা। প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আহমেদ, আতাউর রহমান সেলিম, নুর উদ্দিন চৌধুরী বুলবুল ও সাইফুল ইসলাম হেলাল।