নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর গ্রামের খেলার মাঠ সংলগ্নে বুড়া বাবার আশ্রম পুজা উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আশ্রম পুজা চলে। বুড়া বাবার আশ্রম পুজা উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও কীর্ত্তনের আয়োজন করা হয়। আশ্রমের সভাপতি জিতেন সিংহ সভাপতিত্বে ও সেক্রেটারী নিত্য রঞ্জন পাল নিখলেশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলমগীর চৌধুরী। উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা পুজা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলন্দু দাশ রানা, যুগ্ম সাধারন সম্পাদক গৌতম রায়, ইউপি সদস্য কুলসুম বেগম, ইউনিয়ন পুজা কমিটির সভাপতি জ্যোতি রায়, সাধারন সম্পাদক অঞ্জন পুরকাস্থ, মানিক লাল আর্চায্য, সুনীল আর্চায্য, সত্য পাল, রনধীর সূত্রধর, ক্ষিতিশ সূত্রধর, বিধান পাল, হরিপদ সিংহ, জগত সিংহ, শৈলেন দাশ, মাষ্টার প্রদীপ পাল, দয়াল সূত্রধর, মোব্বাশির, হাবিবুর, যাদব সিংহ, ভানু সূত্রধর, উত্তম পাল, শংকর সিংহ, ইনজিৎ সিংহ, করুনা সূত্রধর, রঞ্জু সূত্রধর, বিজয় পাল, কাজল দাশ, পরিমল দাশ, প্রমুখ। আলোচনা সভা শেষে কীর্ত্তন পরিবেশন করেন সুকুমার সরকার।
উল্লেখ্য ওই পুজায় হবিগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের মহিলা এমপি কেয়া চৌধুরী ২ টন চাউল প্রদান করেন। আগামী বছরের জন্য ২ টন চাউল উপজেলা চেয়ারম্যান দিবেন বলে ঘোষনা করেন।