মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা চত্বর থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড বহন করে বর্ণাঢ্য র্যালীটি ঢাকা-সিলেট মহাসড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, ব্যবসায়ী সভাপতি হাজী ওসমান খান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।