স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে পুলিশী হামলা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা ছাত্রদল হবিগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কোর্ট মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।