স্টাফ রিপোর্টার ॥ দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় হবিগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারী মোশাহিদ আলী, পৌর আমির কাজী মহসিন ও শিবিরের জেলা সভাপতি খলিলুর রহমানসহ জামায়াত শিবিরের ১৭ নেতাকর্মীকে বেখসুর খালাস দেয়া হয়েছে। গতকাল হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক মোঃ মুসলেহ উদ্দিন এ রায় প্রদান করেন। জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর হরতাল চলাকালে বেবিষ্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে সদর থানার এসআই আব্দুল মুকিত চৌধুরী বাদী হয়ে জেলা জামায়াত সেক্রেটারী মোশাহিদ আলী, পৌর আমির কাজী মহসিন ও শিবিরের জেলা সভাপতি খলিলুর রহমানসহ জামায়াত শিবিরের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। স্বাক্ষী প্রমান শেষে উক্ত মামলায় গতকাল এ মামলায় ১৭ নেতাকর্মীকে খালাস দেয়া হয়। খালাসপ্রাপ্ত অন্যান্য নেতাকর্মীরা হলেন- মোঃ আমজাদ হোসেন মনির, মোঃ মোস্তাফিজুর রহমান, তৈয়বুর রহমান তৈয়ব, হাবিব মিয়া, খলিলুর রহমান খলিল, মহিবুর রহমান মাসুম, কাজী মহসীন আহমেদ, মোঃ মোশাহিদ আলী, এস.এম. নাদির শাহ, জহিরুল ইসলাম, আব্দুর রউফ, সছিবুল, শাহাব উদ্দিন, মতিউর রহমান, মাহাবুব, মীর জামিলুন নবী ফয়সল ও সৈয়দ ফয়সল আহমদ। মামলা পরিচালনা করেন এডভোকেট হাফিজুল ইসলাম।