প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট পৌরসভার মেয়র মরহুম মোহাম্মদ আলীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছসহ পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌরকর্মচারী সংসদ। গতকাল বাদ জোহর চুনারুঘাট ঈদগাহ ময়দানে নামাজে জানাযার পর মরহুম মোহাম্মদ আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পর মরহুমের কবরস্থানে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল, শেখ নুর হোসেন, দিলীপ দাস, গৌতম কুমার রায়, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাসসহ অন্যান্যরা।