প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদরাসায়, লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ ক্বারী আবুল কাশেম। এতে নাতে রাসুল সা. পরিবেশন করেন কাজীগঞ্জ বাজার লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ ইয়াহইয়াউর রহমান এবং শানে ফুলতলী পরিবেশন করেন পরিষদের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশিদ। এতে সভাপতিত্ব করেন লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক হাফিজ আমিরুল ইসলাম। লোকমান আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তালামীযের সিনিয়র সদস্য এবং নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক ও কাজীগঞ্জ বাজার লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সুহেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন কাজীগঞ্জ বাজার লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সধারণ সম্পাদক মোঃ বাছিত মিয়া এবং সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খাঁন। এতে উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক মোঃ আমির হোসেন, মোঃ ফয়ছল মিয়া, মোঃ আলামিন মিয়া, হাফিজ আবুল হোসেন, মোঃ শানুর মিয়া, মোঃ আলী হোসেনসহ পরিষদের সদস্যবৃন্দ এবং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের তালামীযে ইসলামিয়ার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যে প্রধান অতিথি বলেন যে, যুবকদের অনেক অবদান রয়েছে ইসলামের কাজে। তাই আমরা হচ্ছি উপমহাদেশের প্রখ্যাত ওলী শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা রাহ. এর সৈনিক। ফুলতলী ছাহেব কিবলা রাহ. সারা জীবন রাসুল সা. এর আদর্শকে বাস্তবায়ন করতে উনার জীবন উৎসর্গ করে গেছেন। তাই আমরা উনার উত্তরসূরী হিসেবে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। দ্বীন ইসলামের কাজ ও এতিম, অসহায়, অনাথ ও নির্যাতিত মানুষের পাশে যুব সমাজ ও ছাত্র সমাজকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।