বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

করাবে চেয়ারম্যান আজাদ, কামাল ও শ্রেষ্ঠ ইমাম আমিনুলকে সম্বর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ৪০১ বা পড়া হয়েছে

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ শনিবার বিকেলে লাখাই উপজেলাধীন করাব গ্রামের কৃতি শিক্ষার্থী, কুরআনে হাফেজ এবং লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, করাব ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই কামাল, সিলেট বিভাগীয় শ্রেস্ট ইমাম মাওলানা মো: আমিনুল হককে সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে করাব হিলফুল ফুযুল সমাজকল্যান সংঘ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মাওলানা মো: আমিনুল হক। হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আমিন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সম্বর্ধিত ব্যক্তিত্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, ব্যাংকার মহিউদ্দিন আহমেদ মলাই, হবিগঞ্জ সাদত-ছালমা স্মৃতি পদক পর্ষদের সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, করাব রহমানিয়া মাদ্রাসার সুপার মাওঃ মোঃ রফিকুল ইসলাম, মেম্বার জুয়েল রানা, বিশিস্ট মুরব্বী ইঞ্জিনিয়ার সামছুদ্দিন, মহরম আলী।
বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম, সেলিম মাস্টার, জি কে মামুন, মেহেদী হাসান দুলাল, এমদাদুল হক শরীফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সংঘের সাধারন সম্পাদক হাফেজ মাও: ইয়াহিয়া। অনুষ্ঠানে সম্বর্ধিত ব্যক্তিত্ব সংশ্লিস্ট উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, ২০১৩ সালের সিলেট বিভাগীয় শ্রেস্ট ইমাম উপজেলা জামে মসজিদের খতিব লাখাই উ মাওলানা আমিনুল হককে ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে ২০১৪ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ২৮ জন শিক্ষার্থীরা ক্রেস্ট গ্রহন করেন। কৃতি শিক্ষার্থীরা হচ্ছে- করাব গ্রামের ফুলতৈল এলাকার বাসিন্দা মাস্টার হাবিবুর রহমানের পুত্র হাফেজ জাকারিয়া চৌধুরী তুহিন, একই এলাকার মুহাম্মদ জদিদ মিয়ার পুত্র তানিন, আম বাড়ী এলাকার মাহমুদুল হাসান মাস্টারের কন্যা কামরুন্নাহার জেমি, চৌধুরী হাটির গোলাপ মিয়ার পুত্র হাফেজ নুরন ুল আমীন, পশ্চিম করাবের মুবারক মিয়ার পুত্র কাউছার আহমেদ লিটন, খনকা বাড়ীর এলাকার রফিক মিয়ার পুত্র পারভেজ, আম বাড়ী এলাকার আজিজুর রহমানের কন্যা নাঈমা আক্তার, ৩ নং ওয়ার্ডের দুলাই মিয়ার পুত্র সজল মিয়া, ফুলতৈল এলাকার জহুর আলীর পুত্র শফিকুল ইসলাম, মানপুর এলাকার বিংরাজ মিয়ার পুত্র জুনায়েদ আহমেদ জুনেল, ১নং ওয়ার্ডের আব্দুল আহাদের পুত্র নয়ন মিয়া, পুরান বাড়ীর মিজাজ আলীর কন্যা শরীফা বেগম, ফুলতৈল এলাকার দীন বন্ধু চন্দ্র দেবের কন্যা সঞ্চিতা রানী দেব, নয়া বাড়ীর শাহাম্মদ চৌধুরীর কন্যা সাবিনা ইয়াসমিন, চৌধুরী হাটির আব্দুল কাদিরের কন্যা রিতু আক্তার, একই এলাকার আব্দুল হাসানের কন্যা শামীমা আক্তার সূচী, নয়া বাড়ীর মোহাম্মদ আলীর পুত্র শাহ আলম, ১নং ওয়ার্ডের মনমোহন দাশের পুত্র টিটু চন্দ্র দাশ, চেীধুরী বাড়ীর গিয়াস উদ্দিন চৌধুরীর পুত্র মঈন উদ্দিন চৌধুরী, ১নং ওয়ার্ডের শ্রীকান্ত মাস্টারের পুত্র সিদ্ধার্থ দেব, চারপাড়ের ফুলতৈলের মকসুদ আলীর পুত্র মুস্তাক মিয়া, খাল পাড়ের অন্তর মিয়ার পুত্র সিরাজুল ইসলাম, নয়া বাড়ীর আবু বকরের কন্যা রতœা আক্তার, ফুলতৈলের আব্দুল কদ্দুছের কন্যা জেনি আক্তার, চৌধুরী বাড়ীর মোজাহিদ চৌধুরীর কন্যা সাবিহা চৌধুরী, নয়া বাড়ীর আবু বকর মিয়ার পুত্র রাসেল ময়া, পুরান বাড়ীর ওয়াহিদ মিয়ার কন্যা সাবিনা, একই এলাকার আব্দুল মিয়ার পুত্র কামাল মিয়া, চৌধুরী বাড়ীর মুজাহিদ চৌধুরীর পুত্র ওয়াকিল চৌধুরী টিটু ও ফুলতৈলের ওয়াহিদ মিয়ার পুত্র কামরুল হাসান। এছাড়াও ওই সংঘের মাধ্যমে কুরআন শিক্ষায় হাফেজ খেতাব প্রাপ্ত তালুকদার বাড়ীর হাফেজ রায়হান আহমদ, মুন্সী বাড়ীর হাফেজ সায়েদুজ্জামান রবীন, হাফেজ সালমান আহমদ ও হাফেজ মোবারক হুসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com