বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

রিচি দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিচি দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার রিচি মধ্যগ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
10653677_738568339529758_9176846207665286055_n copyরিচি দর্পন সাংস্কৃতিক গোষ্টির সভাপতি কণ্ঠশিল্পী মোঃ আকরাম আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি ডাঃ মোঃ জিতু মিয়ার পরিচালানায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও খোয়াই থিয়েটারের সভাপতি এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু।
এতে বক্তব্য রাখেন-রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ডাঃ বরকত আলী, আরব আলী, সহ-সাধারণ সম্পাদক কাজল আহমেদ মেম্বার, দর্পন সাংস্কৃতিক গোষ্টির সাধারণ সম্পাদক মোশাহিদ আলম, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, আলমগীর ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, সুষ্ট সংস্কৃতির বিকাশে রিচি দর্পন সাংস্কৃতিক গোষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংগঠনের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে কণ্ঠশিল্পী আকরাম আলীসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন। পরে ডাঃ মোঃ জিতু মিয়ার রচিত ও নির্দেশিত নাটক “ক্রস কানেকশন” মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিচি দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য-সদস্যারা। অনুষ্টিনটি রিচি ফ্রেন্ডস মিশন ক্লাব এর সৌজন্যে সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com