কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে ঢাকা-সিলেট মহা সড়কের দেবপাড়া বাজারে সচেতন নাগরিক সমাজর ও এলাকাবাসীর উদ্যোগে জনসভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা সাড়ে ৩ ঘন্টা ব্যাপী পরামর্শ সভা অনুষ্টিত হয়। দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মন্নান এর সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন, আউশাকন্দি সচেতন নাগরিক সমাজের নেতা শিহাব আহমদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশারাফ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ আহমদ আজাদ, আউশকান্দি সচেতন নাগরিক সমাজের অন্যতম নেতা আব্দুল মুকিত, সাংবাদিক বুলবুল আহমদ, হবিগঞ্জ জেলা তালামিযের সহ সভাপতি আব্দুল মুহিত রাসেল, উপজেলা তালামিযের সাধারন সম্পাদক আব্দুল মন্নান, দেবপাড়া জাতীয় পাটির সভাপতি ইলিয়াস মিয়া, ছাত্রলীগ নেতা দেওয়ান ওহি গাজী, ছাত্রদল নেতা সাজু আহমদ, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাপ্তান মিয়া প্রমূখ। সভায় প্রধান অতিথি আশরাফ আলী বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে অবরোধ কর্মসূচি পালন করব, আমাদের ন্যায্য দাবী আমাদের অধিকার, সরকার আমাদের দাবী মেনে নিয়ে অবিলম্বে নবীগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। বিশেষ অতিথি মুরশেদ আহমদ তার বক্তব্যে বলেন, আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বনা, আমাদের নবীগঞ্জের গ্যাস সারা বিশ্বে রূপান্তরিত হচ্ছে আর আমরা তা থেকে বঞ্চিত তা আমরা কখনো মেনে নিতে পারিনা।