সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মাধবপুরের বেজুরা গ্রাম পুরুষশূূন্য

  • আপডেট টাইম শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের বেজুড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্র“পে দুই দিন ব্যাপী সংঘর্ষে মহিলা সহ দুই পক্ষের ২ জন নিহত হওয়ার ঘটনায় বেজুরা গ্রাম এখন পুরুষশুন্য। শুক্রবার সকালে সরজমিনে বেজুরা উত্তর গ্রামে কোনো পুরুষ লোকের দেখা পাওয়া যায়নি। তারা গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়েছে। অপরাধী গ্রেফতার সহ শান্তি বজায় রাখতে গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ২খুনের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পুলিশ দু-পক্ষের শির্ষ নেতা সহ ৭জনকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাটিয়েছে।
জানা যায়, উপজেলার বেজুড়া গ্রামের উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আরজু মেম্বারের ভাতিজা তাজু মিয়া ও মহিবুল্লাহর ভাতিজা মইনুল মিয়ার মধ্যে গত বুধবার বিকেলে গ্রামে ক্রিকেট খেলার সময় তর্কবিতর্কের জের ধরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এর জের ধরে গত বৃহষ্পতিবার সকালের দিকে উভয় পক্ষের কয়েকশত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেজুড়া গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিবুল্লাহর পক্ষের খুর্শেদ আলীর মেয়ে রিনা বেগম (১৫) ও আরজু মেম্বারের পক্ষের ইউনুস মিয়ার ছেলে জালাল মিয়া (৫০) ঘটনাস্থলে নিহত হয়।
স্থানীয় লোকজন জানায়, আহতদের মধ্যে ফুল মিয়া, আলী আকবর সহ কয়েকজনের অবস্থা আশংকা জনক। সংঘর্ষের সময় রেন ুমিয়ার ২টি, জমসিদ মিয়ার ৪টি, মামুন মিয়ার ২টি, সাহজাহান মিয়ার ২টি, কবির মিয়ার ২টি ও মনু মিয়ার ১টি ঘর সহ কয়েকটি ঘর ভাংচুর হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর পুলিশ আরজু মিয়া মেম্বার (৬০), হাজি মহিবুল্লাহ (৫৫), সায়েদ আলী (৫৫), মাসুদ খান (৩২), হাজী বাদশা মিয়া (৭০), আলফু মিয়া (৮০) ও আব্দুল কাদির (৩৫) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। এদিকে সিলেটের ডিআইজি মিজনুর রহমান, হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে ডিআইজি মিজানুর রহমান খুনিদের গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে পুলিশকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com