প্রেস বিজ্ঞপ্তি ॥ ভাটি বাংলা নারী কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল ১০ অক্টোবর বিকেলে স্থানীয় আর.ডি হলে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভানেত্রী কানন বালা দাশের সভাপতিত্বে এবং সম্পাদিকা কনিকা আক্তার চৌধুরীর পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি বাংলা নারী কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ইষুভূষন দাশ রায়, সৈয়দা রানী বেগম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সমিতির উপদেষ্টা সমাজসেবক অনুকুল চন্দ্র দাশ, মনসুর আহমেদ চৌধুরী, সাহিত্যিক ও সাংবাদিক সিদ্দিকী হারুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদিকা ঝুমা রানী পুরকায়স্থ, কোষাধ্যক্ষ আনুয়ারা বেগম, প্রচার সম্পাদিকা নমিতা দেব, সদস্যা সামছুন্নাহার তমা, সুভাসী ঋষি। অনুষ্ঠানে সংসদ সদস্য সমিতির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সমিতির কল্যাণের স্বার্থে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।