বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিন পূর্ব ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭ টায় বানিয়াচং সদর হাসপাতাল পয়েন্টে ইউনিয়ন চেয়ারম্যান “জনতার মুখোমুখি ও ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমীর হুসেন। সমাবেশে ৩নং ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জনতার মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি পাড়া মহল্লায় ব্রীজ কালভার্ট রাস্তাঘাট নির্মান করা হয়েছে। মসজিদ নির্মান ও স্কুলের আসবাব পত্র প্রদান সহ বৃক্ষ রোপন করা হয়েছে। তাছাড়া ওই ইউনিয়নের বিভিন্ন পাড়ায় ০৫ টি গভীর নলকুপ ও ২৫ টি টিউবওয়েল প্রদান করা হয়। এছাড়া খাল খনন সহ ইউনিয়নের অনেক রাস্তাঘাট নির্মান প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২ নং ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া, ৪ নং ইউপি চেয়ারম্যান ও কলামিষ্ট মোহাম্মদ আলী মমিন, মাওঃ শায়খ মুখলিছুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সর্দার বাদল ভট্রাচার্য প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টন, ইসলামিক টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, শেখ সফিকুল ইসলাম, আনোয়ার মিয়া, আবুবক্কর রহমান দুধু, সর্দার নিরাশা, মেম্বার সৈয়দ আব্দুল মুনায়েম। অনুষ্ঠান পরিচালনা করেন ছানাউল হক রুবেল। কোরআন তিলাওয়াত করেন হাফিজ বদরুল। শেষে মাওঃ মুখলিছুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।