বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪ মাধবপুরে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জের বোয়ালজুর গ্রামে কৃষকের সবজি বাগান কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতি হাজী মোহাম্মদ মধু মিয়ার ৬ষ্ট মৃতুবার্ষিকী আজ সাংবাদিক অপু আহমেদ রওশন দৈনিক ঘোষণার হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বিভাগীয় শিশু কিশোর ইসলামি সংস্কৃতিক প্রতিযোগিতায় ॥ হবিগঞ্জ আহছানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাত্রের কৃতিত্ব গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব নবীগঞ্জে খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসার বার্ষিক জলসা অনুষ্ঠিত নবীগঞ্জে বিএনপির নির্বাচনী সভায় হামলার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের নবীগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের অভিযোগ

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যাংক কর্মকর্তার ভুল চিকিৎসা অতপর——

  • আপডেট টাইম শনিবার, ১১ অক্টোবর, ২০১৪
  • ৪৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জÑশেরপুর সড়কে কর্মস্থলে যাওয়ার সময় অদ চালকের বেপরোয়া গাড়ী চালানোর কারনে রাস্তায় সিএনজি উল্টে জনতা ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার শুভাশীষ চক্রবর্তী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে আউশকান্দি অরবিট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও ডাক্তারের ভুল চিকিৎসার কারনে শেষ পর্যন্ত ঠিকানা হয় ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে।
জানা যায়, নবীগঞ্জ শেরপুর সড়কের বাসিন্দা শেরপুর জনতা ব্যাংক শাখার ম্যানেজার শুভাশীস চক্রবর্তী গত ২২ সেপ্টেম্বর সকালে নবীগঞ্জ থেকে সিএনজি যোগে শেরপুর ব্যাংকে যাবার জন্য রওয়ানা হন। আউশকান্দি কিবরিয়া স্কয়ারের পর সিএনজি পাম্প স্টেশনের নিকট অপর একটি সিএনজি-কে ওভারটেইক করতে রাস্তার উপর উল্টে যায়। সাথে সাথে থাকা ৩ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহত শুভাশীষ চক্রবর্তীকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার বাম হাত ভেঙ্গে যাওয়ায় এবং অন্যান্য স্থানে রক্ত ক্ষরনের জন্য তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে এক্স-রে করালে ধরা পড়ে হিউম্যারাস ফ্যাকচার পজিশন ভালো। পরে প্লাস্টার করতে গিয়ে ডাক্তারের সহকারীর অদক্ষতার কারনে অল্প জোড়া লাগানো হাড় ভেঙ্গে যায়। এতে করে ডাক্তারের ভুল চিকিৎসার কারনে একটি হাড় আরেকটি হাড়ের উপর উঠে যায়। সেই অবস্থায় প্লাস্টারের মাধ্যমে ব্যান্ডেজ করা হয়। তখন রোগী তার প্রতিবাদ করলে ডাক্তার উল্টো ধমক দিয়ে বলেন-আপনি ডাক্তার না আমরা ডাক্তার।
পরে পুনরায় এক্স-রে করানো হলে ধরা পড়ে হিউম্যারাস ফ্যাকচার- পজিশন ভালো নয়। পরদিন ড. ফাত্তাহ আবার প্লাস্টারের মাধ্যমে ব্যান্ডেজ করেন। পরে ২৯ সেপ্টেম্বর তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা গ্রীণ লাইফ হাসপাতালে ড: আব্দুল আউয়াল রিজভীর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। আজ ১১ সেপ্টেম্বর চিকিৎসক ড: আব্দুল আউয়াল রিজভী সিদ্ধান্ত নেবেন রোগীর অপারেশন লাগবে কি না ? এভাবে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালের মত সরকারী একটি মেডিকেল কলেজ হাসপাতালের ভুল চিকিৎসার শিকার হয়ে কত রোগী পঙ্গু হবে সেই অভিযোগ ঐ ব্যাংক কর্মকর্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com