সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

ইমামবাড়ি এলাকা উত্তপ্ত দেশীয় অস্ত্র নিয়ে শত শত লোকের মহড়া পাল্টা মহড়া

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে সিএনজি শ্রমিক ও মালিকের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। প্রথমে সিএনজি মালিক ও শ্রমিকদের মধ্যে ঘটনার সূত্রপাত হলেও পরে আঞ্চলিকতায় রূপ নেয়। এক পক্ষে কালিয়ারভাঙ্গা, দেবপাড়া, পাথারিয়া ও পুরানগাও অপরপক্ষে লহরজপুর, সন্দলপুর, শ্রীমতপুর ও তাজপুরসহ দুটি পক্ষের ৮গ্রামবাসী দফায় দফায় বৈঠক করে সংঘঠিত হয়ে এক ধরণের যুদ্ধের প্রস্তুতি নেয়।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে-গত ৪ অক্টোবর কালিয়ারভাঙ্গা গ্রামের সিএনজি মালিক ফরহাদ আহমেদ ও তার চালক তাজপুর গ্রামের আহমদ ও সন্দলপুর গ্রামের রহমতের মধ্যে ভাড়ার টাকা নিয়ে সংঘর্ষ বাধে। এতে ৩জনই আহত হয়। এ ঘটনাটি পরবর্তীতে আঞ্চলিকতায় রূপ নেয়। উভয় পক্ষের কতিপয় লোক নিজেদের ফায়দা হাসিল করতে বিষয়টি জটিল করে তুলে। ফরহাদের পক্ষ নেয় কালিয়ারভাঙ্গা, দেবপাড়া, পাথারিয়া ও পুরানগাও অপর দিকে শ্রমিকদের পক্ষ নেয় লহরজপুর, সন্দলপুর, শ্রীমতপুর ও তাজপুর। দফায় দফায় বৈঠক করে উভয় পক্ষই সংগঠিত হয়। ইমামবাড়ি বাজারে উভয় পক্ষ দেশীয় অস্ত্র মজুদ করে। পুলিশ গত ৭ অক্টোবর ইমামবাড়ি বাজারে অভিযান চালিয়ে এক পক্ষের মজুদ অস্ত্র উদ্ধার করে। ৮অক্টোবর কালিয়ারভাঙ্গা, দেবপাড়া, পাথারিয়া ও পুরানগাও গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ইমামবাড়ি বাজারে মহড়া শুরু করে। অপরদিকে লহরজপুর, সন্দলপুর, শ্রীমতপুর ও তাজপুর গ্রামবাসী অবস্থান নেয় সন্দলপুর স্কুলের কাছে। পরিস্থিতি চরম আকার ধারণ করে। এলাকার থমথমে অবস্থা বিরাজ করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর নেতৃত্বে একদল পুলিশ ইমামবাড়ি বাজারে অবস্থান নেয়। পরে সহকারী পুলিশ সুপার উত্তর সার্কেলের নেতৃত্বে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছুলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী উভয় পক্ষকে নিয়ে ইউপি কার্যালয়ে বসে আলোচনা করে বিষয়টি সালিশে মিমাংসার জন্য কয়েকজনকে দায়িত্ব দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সালিশে মিমাংসার প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com