স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ঘন্টাব্যাপি সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এ সময় হাসপাতালেও ভাংচুর হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আরিফ নামে ১ জনকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত শুক্রবার রাতে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি গোষ্টিগতভাবে রূপ নেয়। এক পক্ষে জহির উদ্দিন ও অপর পক্ষে ছিদ্দিক মিয়া নেতৃত্ব দেন। এ ঘটনা নিষ্পত্তির জন্য গতকাল শনিবার সকাল ৯টার দিকে শালিস বৈঠক শুরু হয়। বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে গ্রামের আব্দুল হাই মিয়ার বাড়ির পার্শ্ববর্তী একটি খলায় উভয় পক্ষের লোকজন দেশীয় মরণাস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে বন্দুকের গুলি ছুড়া হয়।
এ ব্যাপারে ছিদ্দিক মিয়ার পক্ষের লোকজন জানান, প্রতিপক্ষের জহির মিয়া ও শাহজাহান গনির ব্যক্তিগত বন্দুক দিয়ে গুলি ছোড়ে আমাদের ৪০ জন গুলিবিদ্ধ হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, সাবেক ইউপি মেম্বার শাহজাহান গনির ব্যক্তিগত বন্দুক ও এয়ারগানের গুলিতে কিছু লোক আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, উভয় পক্ষ শুধু গ্রামেই নয়, হাসাপাতালে গিয়েও সংঘর্ষে লিপ্ত হয়। তবে পুলিশ এ পযন্ত ১ জনকে গ্রেফতার করেছে। আহতদের মধ্যে ১২ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।