প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার জেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে জেলা ছাত্রদল নেতা হারিস চৌধুরীর সভাপতিত্বে এবং মিজানুর রহমান মিজান ও শাহ রাজিব আহমেদ রিংগনের পরিচালনায় ছাত্রদলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মজনু, ইকবাল হোসেন মনি, এমদাদুল হক ইমরান। এতে বক্তব্য রাখেন সৈয়দ তৌফিকুজ্জামান রুবেল, সাইফুল আলম শিপন, অলিউর রহমান হান্নান, সাইদুল হক, আশিক মিয়া, কাজী ফাহিম আহমেদসহ নেতৃবৃন্দ। এ সময় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- আহবায়ক মোঃ হারিছ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, সদস্য সচিব শাহ রাজিব আহমেদ রিংগন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিকুজ্জামান রুবেল, সাইফুল আলম শিপন, অলিউর রহমান হান্নান, এনামুল হক সায়েম, মোঃ আশিক মিয়া, মোঃ জুয়েল মিয়া, কাজী ফাহিম আহমেদ, সাইদুল হক, সঞ্জিব সরকার, নূর মিয়া, রাইসুল আলম রাজু, আব্দুর রাজ্জাক শামিম, মাজহারুল ইসলাম রাব্বি, সৈয়দ জিলানী নাঈম, লায়েক আলী, হেলাল আহমেদ বাবু, আব্দুল কাইয়ুম নাজমুল, সাইকুল ইসলাম, তানভির আহমেদ বাপ্পি, গউছ মিয়া, লিটন মুন্সি, সোহাগ আহমেদ, নিয়াজ মুর্শেদ ও মেরাজুল হক। জেলা ছাত্রদল আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ এ কমিটির অনুমোদন দেন।