প্রেস বিজ্ঞপ্তি ॥ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকির সর্বোচ্চ শাস্তির দাবীতে নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। হেফাজতে ইসলাম ইমামবাড়ি শাখার উদ্যোগে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের ইমামবাড়ি শাখার সভাপতি মাওলানা আব্দুস শহীদ। মাওলানা রশিদ আহমেদ খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-মাওলানা আইয়ুব বিন সিদ্দিক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মুয়াল্লিমুল ইসলাম, মাওলানা আফরোজ, হাজি খলিলুর রহমান, হাজি আব্দুস সালাম, সফিকুর রহমান চৌধুরী, মাওলানা আসআদ আহমদ, হাফেজ মহিউদ্দিন আল মোমিন, হাফেজ আজিজুল হক প্রমূখ। বক্তাগণ মহানবী (স:), হজ ও তাবলিগ জামাত সম্পর্কে কটুক্তি করায় আব্দুল লতিফ সিদ্দিকির সর্বোচ্চ শাস্তির দাবী জানান।