স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের দরিদ্র জনগনের মাঝে ভিজিএফের চাল বিতরন করা হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ এ চাল বিতরন কর্মসুচীর উদ্বোধন করেন। ৯ টি ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে পৌর এলাকার ৫ টি কেন্দ্রে থেকে চাল বিতরন করা হয়। কেন্দ্রগুলো হলো উমেদনগর পৌর হাইস্কুল, সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিটিআই ও শিরিষতলা। মেয়র প্রতিটি কেন্দ্রে চালবিতরন কর্মসুচী পরিদর্শন করেন। তিনি মাথাপিছু ১০ কেজি করে সঠিক পরিমাপে চাল বিতরন করা ও এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার জন্য দায়িত্ব প্রাপ্তদের প্রতি আহবান জানান। এ কেন্দ্রগুলোতে চাল বিতরনকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আবুল হাসিম, মোঃ আলমগীরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড সমুহের কাউন্সিলরবৃন্দ। পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে হবিগঞ্জ পৌর এলাকায় ৪ হাজার ৬শ ২১ জন কার্ডধারীদের মাঝে ৪৬ হাজার ২শ ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।