শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বানিয়াচংয়ে উৎসবের আমেজ বানিয়াচং মাঠে কাল মূখোমুখি হবে সিলেট সদর ও হবিগঞ্জ জেলা দল

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩
  • ৫৭৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গের সর্বত্র উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। বানিয়াচং উপজেলা সদরের ঐতিহাসিক সাগরদিঘীর পশ্চিম পাড়স্থ এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠকে সংস্কার উন্নয়ন করে ফুটবল খেলার জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা সদর বনাম হবিগঞ্জ জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। খেলা উপভোগ করতে লক্ষাধিক দর্শকের সমাগম ঘটবে বলে স্বাগতিক ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানান। ভৌগলিক সংজ্ঞা বহির্ভূত ৪টি ইউনিয়নে বিভক্ত জনবহুল বানিয়াচং গ্রামে যে কোন আকর্ষনীয় খেলার দিন সকাল থেকেই মাঠের চারদিকে সুবিধাজনক স্থান দখল নিয়ে অবস্থান করতে থাকে সকল শ্রেনীর দর্শকরা। এসব বিবেচনা করে সকাল থেকে মাঠে গ্রামীন সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুন্দরভাবে খেলা আয়োজনের অগ্রগতির বিষয়ে প্রতিদিন বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনীর উদ্দিন তার অফিসে সভায় মিলিত হচ্ছেন। এসব সভায় উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ১নং বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ২ নং সদর ইউ.পি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, ৩ নং সদর ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, ৪ নং সদর ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাস্টার আমীর হোসেন, চেয়ারম্যান আবুল কাশেম, চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, চেয়ারম্যান হাজী মুজিবুর রহমান, চেয়ারম্যান নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফি উল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ, স্কাউট লিডার মতিউর রহমান মতি, ডিজিএম দিলিপ চন্দ্র সরকার, এনামুল মোহিত খান, সালাউদ্দিন ফারুক, ব্যবসায়ী লুৎফুর রহমান, সাহিবুর রহমান, আরডিও নাজমুল হক, পিআইও মেহেদি হাসান টিটু, যাদু নাগ, ফয়জুর রহমান রুবেল, সুমন কিশোর, মহিবুর রহমান  উপস্থিত থাকছেন। আয়োজক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও হবিগঞ্জের জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার জানান, খেলা পরিচালনার জন্য রেফারি ও সহকারী রেফারিগণকে ঢাকা থেকে আনা হচ্ছে। হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের এ খেলাটি বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ, ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com