নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শারদীয় দূর্গাপূজা মন্ডপের মুর্তি গত শনিবার রাতে বিজয়া দশমী শেষে বিসর্জন করা হয়েছে। নবীগঞ্জ পৌর এলাকাসহ আশপাশের ইউনিয়ন গুলোর মুর্তি নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের মাধবপুরস্থ পিংলি নদীতে জাকজমকভাবে বিসর্জন করা হয়েছে। মুর্তি বিসর্জন শেষে শুক্রবার রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় রাখী বন্ধন ও শান্তি জল প্রদান করা হয়। গোবিন্দ জিউড় আখড়া পূজা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিধান ধরের পরিচালনায় শান্তি জল মন্ত্র বাক্য পাঠ করান পুরোহিত হরিপদ চক্রবর্তী। এতে বিজয়া দশমীর তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায়, পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, অজিত কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন, কেতকী রঞ্জন পাল, অশোক তরু দাস, প্রমথ চক্রবর্তী বেনু, শংকর দেব, নৃপেন্দ্র পাল, প্রজেশ রায় নিতন, নির্মলেন্দু দাশ রানা, জন্টু চন্দ্র রায়, নিখিণ পাল, পবিত্র বনিক, অমলেন্দু সূত্রধর, নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী প্রমূখ। সভায় নবীগঞ্জ উপজেলার ৭৮ টি পূজা মন্ডপে সুন্দর ও সুষ্টভাবে পূজা উদযাপন হওয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।