নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দু’যুবক-যুবতী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এরা হচ্ছে-করগাওঁ ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) ও পূর্ব তিমিরপুর গ্রামের আব্দুল মছব্বিরের মেয়ে শাবানা বেগম (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে-শুক্রবার দিবাগত গভীর রাতে জাহাঙ্গীর আলম (২৮) আত্মহত্যা করার জন্য বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
অপর দিকে গতকাল শনিবার সকালে শাবানা বেগম (১৮) টয়লেটের হারপিক সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।