নবীগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক শাহনেওয়াজ মিলাদ গাজী গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার চৌকি, জগন্নাথপুর, হলিমপুর, মাধবপুর, আদিত্যপুর, গয়াহরি, শিবপাশা, আক্রমপুর লোকনাথ মন্দির, গোবিন্দ জিউড় আখড়াসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সুন্দর ও সুষ্টভাবে পূজা উদযাপন করায় সংক্ষিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরিদর্শনকালে তার সাথে ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পূজা কমিটির সাধারন সম্পাদক অঞ্জন পুরকায়াস্থ, ফরিদগাজী স্মৃতি সংসদের আহবায়ক রুহেল আহমদ। চৌকি ও জগন্নাথপুর ও হলিমপুর পূজা মন্ডপ পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, ইউপি পূজা উদযাপন সভাপতি শৈলেন্দ্র দাশ গুপ্ত রানু, পূজা কমিটির সাধারন সম্পাদক গৌতম কুমার দাশ, শিক্ষক কৃষ্ণ মোহন দাশ, বিপ্লব চৌধুরী, প্রতে্যুষ দাশ, হলিমপুর অগ্রদূত পূজা কমিটির সভাপতি সুষেন চন্দ্র দাশ, সাধারন সম্পাদক সবিত রঞ্জন তালুকদার, শশাংক তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।