নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের প্রগতি সংঘের পূজা মন্ডপে গয়াহরি সাহিত্য পরিষদের উদ্যোগে এবং সৈকত দাশের সম্পাদনায় শতরুপা স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্টান গত বুধবার রাতে অনুষ্টিত হয়। প্রগতি সংঘের সবাপতি শিক্ষক শিলাপদ দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে গ্রন্থের প্রকাশনা করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মুনাল কান্তি দাশ, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডঃ রাজীব কুমার দে তাপস, সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়, প্রগতি সংঘের সাধারন সম্পাদক রবীন্দ্র দাশ, সমীরন দাশ, পিযুশ কান্তি দাশ, সুব্রত দাশ, হিমন দাশ, চয়ন দাশ প্রমূখ।